কঠোর পরিশ্রমী হওয়ার জন্য আপনি এই প্রবাদ বাক্যটি অনুসরণ করতে পারেন : কাল করবো তো আজ করবো , আজ করবো তো এখনই করবো । অর্থাৎ , কালকের জন্য কোনো কাজ ফেলে রাখবেন না । কাজটি আজই করুন । আর আজ করবেন তো এখনই করুন । এটি মেনে চললে আপনার অলসতা নিজে থেকেই কেটে যাবে এবং আপনি কঠোর পরিশ্রমী হয়ে উঠবেন । তবে এই কথাটির অর্থ সঠিকভাবে বুঝুন । যদি মোটু পাতলু কার্টুনের মোটুর মতো করে বোঝেন , তাহলে কিন্তু বিপদে পড়বেন ।