আস্ক প্রশ্নে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ...
494 বার প্রদর্শিত
"ইন্টারনেট" বিভাগে করেছেন (52 পয়েন্ট) 49 273 277
সম্পাদিত করেছেন

3 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (10,126 পয়েন্ট) 410 2891 3127
পূনঃপ্রদর্শিত করেছেন
মোবাইলে ইজিলোড দিতে পারেন!
0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (1,496 পয়েন্ট) 15 32 43

আপ্নে কি অনলাইন পার্ট-টাইম বা ফুল-টাইম টাকা ইনকাম করতে চান ? যদি হে, তাহলে আপনার ওই Android mobile আপনাকে মাসে মিনিমাম ১০ হাজার থেকে ৩০ হাজার আয় করে দিতে পারবে। হে, এটা একদম সত্তি। আজ টেকনোলজি এতো ফাস্ট এবং অ্যাডভান্সড হতে চলেছে যে, এন্ড্রোইড মোবাইল দিয়ে টাকা আয় করা এখন একটা ট্রেডিশন বা ফ্যাশন হয়ে উঠেছে। মোবাইলে অনলাইন ইনকাম করার এমনেতে অনেক উপায় আছে। কিন্তু আমি এই পোস্টে আপনাকে কেবল ওই ৫ তা সহজ উপায় বলবো যেগুলি আপনাকে সত্যি মোবাইল দিয়ে ইনকাম করার সুযোগ দেবে।


আর্টিকেল শুরু করার আগে আমি আপনাকে একটা কথা ভালো করে বলেদিতে চাই। Android মোবাইল দিয়ে টাকা আয় করার যেগুলি অনলাইন উপায় আমি বলবো সেগুলি আজ অনেকেই ব্যবহার করে অনলাইন আনলিমিটেড ইনকাম করছেন। আর সেটা আপ্নেও করতে পারবেন। কিন্তু, একটা কথা অবশই মনে রাখুন যে, কোনো কষ্ট আর কাম না করে জীবনে কিছুই পাওয়া যায়না। আর, তার জন্যই আপনাকেও অনলাইন মোবাইল থেকে টাকা কমানোর জন্য অল্প পরিশ্রম করতেই হবে।

এইটা অবস্যই পড়বেন  – ব্লগ কি এবং ব্লগ থেকে কিভাবে অনলাইন আয় করবেন ?

আমি, নিচে মোবাইল দিয়ে ইনকামের যা ৫ তা উপায় বলবো সেগুলি সব trusted এবং অনেকেই ব্যবহার করে income করছেন। তাই, আমিতো আপনাদের নিচে উপায় গুলো দিয়েদিব, কিন্তু উপায়গুলি ব্যবহার করে আপ্নে কতটা টাকা আয় করবেন সেটা আপনার কাজ আর পরিশ্রমের ওপরে। বাকি, এতটুকু জেনেরাখুন, নিচে দেবা মোবাইল থেকে টাকা আয় করার উপায় গুলি দিয়ে লোকেরা হাজার কেন লক্ষ লক্ষ টাকা প্রত্যেক মাসে আয় করছেন।

চলেন, আর সময় নষ্ট না করে আমরা মোবাইল থেকে আয় করার ৫ তা সহজ পদ্ধতি জেনে নেই।

এন্ড্রোইড মোবাইল দিয়ে টাকা আয় করার ৫ টি সহজ উপায় (Online Earning)

যা আমি ওপরে আপনাদের বললাম, যদি আপনার কাছে একটি এন্ড্রোইড স্মার্টফোনে আছে তাহলে অবশই আপ্নে অনলাইন পার্ট-টাইম এবং ফুল-টাইম টাকা ইনকাম করতে পারবেন। আর, তারজন্য জরুরি ৫ তা উপায় আমি আপনাদের নিচে অতি সহজে বুঝিয়ে দিয়েছি।

১. ব্লগ্গিং এবং ওয়েবসাইটের দ্বারা ইনকাম

আপ্নে কি জানেন, মোবাইল থেকে একটি ব্লগ বা ওয়েবসাইট বানিয়ে আপ্নে অনলাইন আনলিমিটেড টাকা ইনকাম করতে পারবেন ? যদি না, তাহলে ভালোকরে জেনে রাখুন।

আপনি অবশই Google এর blogger.com ওয়েবসাইটে গিয়ে একটি ফ্রি ব্লগ এবং ওয়েবসাইট বানিয়ে নিতে পারবেন। আর তারপর, যখন আপনার ব্লগ বা ওয়েবসাইট ভিসিটর্স বা ট্রাফিক আসা আরম্ভ হবে তখন আপ্নে নিজের ব্লগ বা ওয়েবসাইট থেকে টাকা আয় করা শুরু করতে পারবেন।

আপনার হয়তো এই ভাব হচ্ছে যে, মোবাইল থেকে ব্লগ বানিয়ে income করা অনেক কঠিন বা ঝামেলার কথা।  কিন্তু, তা একদম নই। মোবাইল থেকে আপনার ব্লগ বানাতে মাত্র ১০ মিনিট লাগবে। আর, তার পর আপ্নে নিজের ব্লগে ভালো ভালো আর্টিকেল লিখে ব্লগে ভিসিটর্স বা ট্রাফিক আনতে পারবেন।

ব্লগে ভিসিটর্স আশা আরম্ভ হলে, আপ্নে Google Adsense এ নিজের ব্লগটি register করে টাকা আয় করা স্টার্ট করতে পারেন। Google adsense গুগলের একটা service যে আমাদের নিজের ব্লগ বা ওয়েবসাইটে text , link , video এবং image advertisements দেখিয়ে তার বিনিময়ে online income এর সুযোগ দেয়।

আজ, “ব্লগ এবং গুগল এডসেন্স” এই দুটো সার্ভিস ব্যবহার করে লোকেরা online এতো টাকা আয় করছেন যে আপ্নে ভাবতেও পারবেননা। আর, আপ্নেও যদি ব্লগ এবং এডসেন্স এর দ্বারা income চান তাহলে কোনো কম্পিউটার বা ল্যাপটপের দরকার আপনার নেই।  আপ্নে নিজের স্মার্টফোনেই একটি ব্লগ বানিয়ে তাতে আর্টিকেল লিখে Google adsense এর মাধ্যমে ইনকাম করতে পারবেন।

২. YouTube channel বানিয়ে অনলাইন ইনকাম

ব্লোগ্গিংএরমতো মোবাইল থেকে YouTube channel বানিয়ে অনলাইন টাকা কমানোর আইডিয়া টা বেশ অনেকেই ভালো। আজ, অনেক লোকেরা ইউটুবে যে নাকি Google এর একটা সার্ভিস, চ্যানেল বানিয়ে মাসে মাসে লক্ষ লক্ষ টাকা আয় করছে। ইউটুবে চ্যানেল বানানোর জন্য আপনার YouTube এর Website এ যেতেহবে। YouTube.com এ গিয়ে আপনার Gmail একাউন্টের প্রয়োজন হবে।  কারণ, আমি আগেই বলেছি, “YouTube Google এর product ” আর তাই ইউটুবে লগইন করতে gmail account ID আর password এর প্রয়োজন হবে।

নিজের Gmail account দিয়ে ইউটুবে লগইন করারপর আপ্নে ইউটুবে directly বা একটি ফ্রি channel বানিয়ে তাতে video আপলোড করুন। কারণ, ইউটুবে চ্যানেলে ভিডিও upload করেই আপ্নে টাকা আয় করার সুযোগ পাবেন। এইটা মনে রাখবেন, আপ্নে যা video নিজের YouTube চ্যানেলে upload করবেন সেটা যাতে নিজের বানানো অরিজিনাল ভিডিও হয়। আপ্নে যদি অন্যকারো ভিডিও নিজের চ্যানেলে আপলোড করেন তাহলে সেটা copyright ভিডিও হিসাবে ধরা হবে।

আর তাই সেই অন্যর কপি করা ভিডিও থেকে আপ্নে ইনকাম করার কোনো option পাবেননা। তাই, যা ভিডিও আপনি নিজের চ্যানেলে আপলোড করবেন সেটা যাতে পুরোপুরি অরিজিনাল আর আপনার নিজের বানানো হয়।

ইউটুবে কেমন ভিডিও আপলোড করতে পারবেন ? এই প্রশ্নটা আপনার মনে নিশ্চই আসছে, তাই না ?

নিজের ইউটুবে চ্যানেলে আপ্নে যেকোনোরকমের ভিডিওস আপলোড করতে পারেন। যেমন, Tutorial videos, comedy videos, kono story, মোবাইল রিভিউ বা যেকোনো জিনিসের ওপরে। অনেক তাড়াতাড়ি success পায়ারজন্য আপ্নে নিজের মোবাইল থেকেই টিউটোরিয়াল ভিডিওস বানিয়ে চ্যানেলে আপলোড করুন। কিন্তু মনে এইটা রাখবেন, “যা বানাবেন আপ্নে নিজে বানাবেন” আর ভিডিওর কোনো অংশতে যাতে অন্য কোনো ভিডিওর কোনোরকম কপি করা পার্ট বা অংশ না থাকে। ব্যাস, এরকমকরে original নিজে বানানো video ইউটুবে আপলোড করতে থাকলে অনেক তাড়াতাড়ি টাকা আয় করা শুরু করতে পারবেন।

এখন আপ্নে ইউটুবে চ্যানেল বানালেন এবং ভিডিও আপলোড ও করলেন। কিন্তু, টাকাটা কিভাবে কমাবেন ? আপলোড করা ভিডিও থেকে টাকা কিভাবে পাওয়াযাবে ? সেটাইতো আপ্নে এখন ভাবছেন ? তাই না। .?

ইউটুবে থেকে টাকা কিভাবে আয় করবে ?

আসলে, যখন আপ্নে ভিডিও ইউটুবে চ্যানেলে আপলোড করেন, তারপর আপনার ভিডিও ইউটুবের ওয়েবসাইটে আশা হাজার হাজার লোকেরা অনলাইন ভিউ করে বা দেখে। আর তখন আপনার ভিডিও থেকে টাকা কমানোর সুযোগটা এসেপড়ে।

ইউটুবে “monetization” বলে একটা অপসন রয়েছে। এই monetization অপশনটাকে যখন আপ্নে apply করে enable করবেন (চালু করবেন) তখন Google adsense এর তরফথেকে কিছু advertisements আপনার ভিডিওগুলিতে দেখানো হবে। আর, লোকেরা আপনার ভিডিও দেখার আগে যখন ওই advertisement গুলি দেখবেন, তখন আপ্নে টাকা ইনকাম করবেন। এটাই ইউটুবেথেকে অনলাইন ইনকামের উপায়।

বিশ্বাস করেন, আপ্নে যখন ৫০ তা ভিডিও আপলোড করেফেলবেন আর আপনার প্রত্যেক ভিডিওতে ডেইলি ৩০ করে ভিউ হবে তখন ৫০*৩০= ১৫০০ টোটাল ভিডিও ভিউ আপনি পাবেন ডেইলি। আর, ডেইলি যদি আপনার ভিডিওগুলি ১৫০০ বার লোকেরা দেখেন তাহলে কমেও ০.২ ডলার করে প্রতি adview তে পেলেও ০.২*১৫০০= ৩০০ ডলার। আপ্নে ঠিক ভাবছেন এইটা অনেকটাই ইনকাম।যদি এক ডলার = ৬০ টাকা হয় তাহলে ৩০০ ডলার *৬০= ১৮,০০০ টাকা।

আজ অনেকেই ইউটুবে থেকে এরথেকে অনেক বেশি টাকা প্রতিদিন কামাই করছেন। আর এগুলো সব আপ্নে কেবল নিজের মোবাইল থেকেই করতে পারবেন যদি আপনার কাছে কম্পিউটার বা ল্যাপটপ নেই।

কিন্তু, এইটা মনে রাখবেন, একদিনে কিছুই হয়না। আপনার অনেক পরিশ্রম করতে হবে, মনদিয়ে এবং interest রেখে কাজ করতে হবে। আর তখনগিয়ে আপ্নে ইউটুবে business এ success হবেন।

৩. Android apps থেকে পয়সা কামান

হে আপ্নে ঠিক শুনেছেন, এখন আপ্নে বিভিন্ন এন্ড্রোইড এপ্স থেকে টাকা ইনকাম করতে পারবেন। কিন্তু, নিজের মোবাইল থেকে টাকা আয় করার এই মাদ্ধমে আপনার খুবেক্টা বেশি ইনকাম হবেনা। যদি আপ্নে একটা student, housewife বা retired person তাহলে extra কিছু ইনকাম করার জন্য এই উপায় ব্যবহার করতে পারেন।

Google play store এ গিয়ে আপ্নে “আর্নিং apps, অনলাইন ইনকাম app বা ফ্রি recharge app” বলে সার্চ করলেই আপ্নে অনেক এমন apps পেয়েযাবেন যে নাকে আপনাকে বিভিন্ন কাজের জন্য real টাকা দেবে। এমন পয়সা কমানোর কিছু best apps হলো “Truebalance” , “MCent“, “Amulyam“, “Pocket Money“, “TaskBucks” আরো অনেক। এই apps গুলো আপ্নে google play store থেকে ফ্রীতে download করে মোবাইল থেকে ইনকাম করতে পারবেন।

এই টাকা কমানোর apps গুলো আপনাকে এমনেই পয়সা দেয়না। App ডাউনলোড করারপর আপনার অনেকরকমের কাজ করতে হবে। যেমন – apps downloading, app রেফার করা, video দেখা আদি। আর, এই কাজগুলির বিনিময়ে আপনাকে কিছু টাকা app এর তরফথেকে দেয়া হয়। ইনকাম করা টাকা আপ্নে অনেকরকম পেতেপারেন। যেমন – paytm cash হিসেবে, ফ্রি মোবাইল রিচার্জ, ফ্রি ডিশ টিভি রিচার্জ, bank account transfer আদি।

৪. OLX এবং QUIKR এ পুরোনো জিনিস sell কোরে কামান

যদি আপ্নে মোবাইল থেকে extra income করার উপায় খুঁজছেন, তাহলে OLX এবং Quikr এর মতো ওয়েবসাইট আপনার সহায় কোরতে পারে। OLX বা Quikr আসলে এমন ওয়েবসাইট যেখানে আপ্নে পুরাণ যেকোনো জিনিস বা product বিক্রি কোরতে পারবেন। সেটা যাই হোক, bike, মোবাইল, টিভি, Car, computer, ল্যাপটপ বা যেকোনো জিনিস। আপ্নে এই দুটি ওয়েবসাইটে গিয়ে পুরোনো জিনিস বিক্রি করে টাকা আয় করতে পারবেন।

আপনার ঘরে যদি তেমন কিছু পুরোনো জিনিস আছে তবে সেটা তো আপ্নে বিক্রি করতেই পারবেন আর তার ওপরেও, যদি কোনো পুরোনো bike বা car বিক্ৰী করার দোকান আপনার চিনাকি থাকে তাহলে আপ্নে কমদামে ওদেরথেকে জিনিস কিনে আবার বেশিদামে এই ওয়েবসাইটের মাধ্যমে বিক্রি করে টাকা ইনকাম করতে পারেন।  আর, এগুলি আপ্নে নিজের মোবাইল থেকেই করতে পারবেন।

আপ্নে যা বিক্রি করতে চান, সেটার ফটো উঠিয়ে OLX বা QUIKR ওয়েবসাইট আপলোড করে জিনিস বা যা বিক্রি করতেচান তার বিষয়ে লিখে দাম সহ লিখেদেন। বাস, তারপর কিছু সময়ের মধ্যে কাস্টোমার পাওয়া শুরু হয়েযাবে। তো, এমনেকড়েই মোবাইল থেকে পুরোনো জিনিস SELL করে আপ্নে পয়সা আয় করতে পারবেন।

৫. Short link website থেকে অনলাইন ইনকাম

আপ্নে কি short link ওয়েবসাইটের কথা জানেন ? যদি না, তাহলে জেনেরাখুন, নিজের মোবাইল থেকে অনলাইন ইনকাম করার এইটা অনেক সোজা এবং ১০০% সত্যির উপায়। আপনার বেশি কিছু করার দরকার নেই।  আপনার প্রথমে কিছু short link ওয়েবসাইটে গিয়ে account রেজিস্টার করতে হবে। কিছু trusted এবং ভালো short link ওয়েবসাইটের নাম হলো – Shorte.st, adf.ly, AL.LY, Blv.me, Linkshrink.Net আদি। আপ্নে এগুলোর যেকোনো একটা বা প্রত্তেকটাতেই account বানাতে পারেন।

এখন আপনাকে বলি, এই short link ওয়েবসাইট গুলির মাদ্ধমে আপ্নে টাকা কিভাবে আয় করবেন। আসলে, এই ওয়েবসাইট গুলোকে link shortener website বলা হয়। এখানে, আপনাকে একটা box দেয়া হয় যেখানে আপ্নে যেকোনো ওয়েবসাইটের URL address link তা past করে তাকে ছোট (short) করতে পারেন। আপ্নে ইন্টারনেটথেকে যেকোনো আর্টিকেল, ভিডিও, গান বা যেকোনো ওয়েবসাইটের URL address কপি করে তাকে এই URL shortener ওয়েবসাইট গুলির মাদ্ধমে ছোট করে দিতে পারেন।

যেমন, আপ্নে যদি আমার ব্লগের কোনো একটি আর্টিকেলের URL link ছোট করেন, তাহলে সেটা এমন দেখতে হবে যে দেখে কেউ বুঝবেইনা সেটা কার website. কিন্তু কথা হলো, এই URL shortener ওয়েবসাইট থেকে টাকা কিভাবে ইনকাম করা যাবে।.? তাই তো আপ্নে ভাবছেন।.?

আসলে, যখন আপ্নে কোনো ওয়েবসাইট বা ব্লগের বা ভিডিওর URL Address এই URL shortener ওয়েবসাইটে গিয়ে ছোট করবেন, তখন লিংক এড্রেস তা ছোট হবার সাথে সাথে ওখানে কিছু advertisement ও লাগিয়ে দেবা হয়। আর এর ফলে, যখন কেউ আপনার short করা (ছোট করা) URL address এ ক্লিক করবেন তখন original ওয়েবসাইটে যাবার আগে কিছু advertisement দেখানো হবে। আর, এর ফলে আপনাকে প্রতি valid adview এর ওপর টাকা দেবা হবে।

কোনো কোনো Link shortener ওয়েবসাইট আপনাকে ১০০০ ভিউ তে ৫ থেকে ১৫ ডলার দেবে বা কেউ কেউ ৫ থেকে ১০ ডলার। কিন্তু ইনকাম আপনার ভালোই হবে।  আপ্নে সবটুকু নিজের মোবাইল দিয়েই করতে পারবেন। আপনার খালি, ইন্টারেস্টিঙ আর ভালো ভালো ভিডিও, আর্টিকেল বা ওয়েবসাইট url address গুলো এই link shortener ওয়েবসাইট গিয়ে ছোট কোরতে হবে আর যতোটা সম্ভব facebook group , wahatsapp group বা অন্য সোশ্যাল মিডিয়া তে শেয়ার করতে হবে। তারপর, যতোটা ভিসিটর্স আপনার লিংকে ক্লিক করে আপনার দেবা URL address এ যাবে তারা advertisement দেখবে আর আপ্নে টাকা আয় করবেন।

 

Final words on topic,

তো বনধুরা, আজ আমি আপনাদের ৫টি সহজ এবং ১০০% রিয়েল উপায় বল্লাম যার দ্বারা আপ্নে অনলাইন নিজের মোবাইল থেকেই টাকা কমাতে পারবেন। এর মধ্যে এমন কিছু উপায় বলেছি যেগুলো আমি নিজে এতটা করে দেখিনাই জিন্টু অনেকের মুখেই শুনেছি যে তারা এগুলির মাদ্ধমে টাকা কামিয়েছে। আর এমন কিছু উপায়ও বলেছি যেমন , ব্লগ্গিং এবং youtube channel যার মাদ্ধমে আপ্নে এতটা income করতে পারবেন যে আপনার আর অন্য কোনো job বা busine

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (525 পয়েন্ট) 5 8 41

আপনি যদি সবচেয়ে সহজে ও দ্রুত আয় করতে যান তাহলে ওয়ার্ক  জোনে কাজ করতে পারেন।

১. প্রতিদিন ১০০ ডলার ইনকাম করতে পারবেন। 

২.এছাড়া সাইন আপ করলে ৮ ডলার,

৩. প্রতিদিন ফ্রি ৩ ডলার পাবেন। 

৪. রেফার করলে ১৫ ডলার জনপ্রতি

সাইটে যেতে এখানে ক্লিক করুন। এই  লিংক ছাড়া  ফ্রি ৮ ডলার পাবেন  না। 

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

1 উত্তর
14 মে 2018 "ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা করেছেন অজ্ঞাতকুলশীল
1 উত্তর
13 মার্চ 2018 "ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা করেছেন অচেনা পথিক (52 পয়েন্ট) 49 273 277
1 উত্তর
15 মে 2018 "ফ্রিল্যান্স এবং আউটসোর্সিং" বিভাগে জিজ্ঞাসা করেছেন Md. Masud Rana (3,523 পয়েন্ট) 102 364 394
1 উত্তর
04 মে 2018 "ইন্টারনেট" বিভাগে জিজ্ঞাসা করেছেন শামীম মাহমুদ (7,799 পয়েন্ট) 1063 3012 3067

28,172 টি প্রশ্ন

29,716 টি উত্তর

3,148 টি মন্তব্য

3,972 জন সদস্য



আস্ক প্রশ্ন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দিতে পারবেন। মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।

  1. Shammi

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

শীর্ষ বিশেষ সদস্য

...