মানুষ বলে যে প্রথম প্রেম ভোলা যায়না।প্রকৃতপক্ষে তা নয়।কোনো প্রেমই ভোলা যায়না। অবশ্য তাদের হিসেবটা আলাদা যারা প্রেমে সেঞ্চুরী করার চিন্তা ভাবনা রাখে। আর একটা সম্পর্কের সৃতি ভুলে থাকার বেষ্ট উপায় হলো নিজেকে ব্যস্ত রাখা(যেকোন কিছুতে) হোক তা নতুন সম্পর্কে,কাজকর্মে বা আড্ডায়।কিছুদিন পার হবার পর আর মনে পড়লেও কিছুই মনে হবেনা।