কবিতা লিখতে হলে অবশ্যই আপনাকে কিছু বিষয় জানতে হবে।
যেমন-
ছন্দের সম্পর্কে পাকা ধারণা না থাকলে যদি কবিতা লেখেন সেটা কোনোভাবেই মানসম্মত কবিতা হবে না। ছন্দ সম্পর্কে পুরোপুরি জেনে, বিখ্যাত কবিদের ছন্দের ব্যবহার জেনে তারপরেই কবিতা লেখায় হাত দিতে হবে।
আর লিখতে হলে প্রচুর পড়তে হবে রবীন্দ্রনাথ, নজরুল, জীবনানন্দ, হুমায়ূন আজাদ, জসিমউদদীন এর লেখা প্রচুর পড়ুন। পাশাপাশি সাধু ভাষায় লেখা প্রবন্ধ পড়ুন। এতে শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে।
আর কবিতা লেখার সহায়ক হিসেবে অনেক বই রয়েছে। সেসব বইতে ছন্দ, শব্দ সম্পর্কে বিস্তারিত ধারণা আছে। প্রাথমিকভাবে হুমায়ূন আজাদের শব্দ থেকে কবিতা প্রবন্ধটি পড়ুন।