দাঁড়ি কাঁটার পেনাসনিক ট্রিমার মেশিন যা পন্য বুঝে দাম। একেকটার দাম।একেক রকম। আপনি যে মডেলের টা কিন্তে চান সেই মোতাবেক দাম নেবে দোকানদার। তবে আপনি কমপক্ষে ১০০০--৩০০০ এর মধ্যেই কিনতে পারবেন ভালো মানেরতা। এর জন্য দোকানে গিয়ে জিজ্ঞাসা করুন এবং পছন্দমতো কিনে নিন।
Md. Masud Rana, অত্যন্ত সহজ সরল মনের মানুষ। জীবনে কম্পিউটার ইঞ্জিনিয়ার হওয়ার স্বপ্ন রয়েছে। লক্ষ্যে পৌছানোর জন্যে কঠোর পরিশ্রম করে যাচ্ছেন। ইচ্ছা রয়েছে ভালো মানুষ হওয়ার। নিজের জ্ঞানকে আরও সমৃদ্ধশালী করতে এবং অর্জিত জ্ঞান দ্বারা অন্যকে সমস্যার সমাধান দেওয়ার লক্ষ্যে আস্ক প্রশ্নকে বেছে নিয়েছেন নিত্য সঙ্গী হিসেবে।