ভিসার ফরমের জন্য ৬০০ টাকা, সার্ভিস চার্জ ৪০০ টাকা, এখন আপনি যদি প্লেনে যান সেটা নির্ভর করছে আপনি কোথায় যাবেন। তবে এয়ারপোর্টে ৩০০ টাকা ট্যাক্স দিতে হবে। আর বাসে গেলে যেতে আসতে ৩০০০ টাকা লাগবে, খাওয়াটা আপনার উপর নির্ভর করছে। মোট কথা ১৫০ ডলার হলে আপনি পুরো পশ্চিমবঙ্গ ঘুরে আসতে পারবেন।