আস্ক প্রশ্নে আপনাকে স্বাগতম ! এটি একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। এই সাইট সম্পর্কে বিস্তারিত জানতে এখানে ক্লিক করুন ...
2,410 বার প্রদর্শিত
"নোটিস বোর্ড" বিভাগে করেছেন (196 পয়েন্ট) 60 223 231
সম্পাদিত করেছেন

image



নিজের প্রশ্নে নিজেই উত্তর দেওয়ার মাধ্যমে "মিস্টার আস্কপ্রশ্ন গুরু" প্রতিযোগিতায় অংশ গ্রহণ করতে পারবে যে কেউ।


প্রতিযোগিতায় অংশ গ্রহনের নিয়মঃ


প্রশ্ন করার ক্ষেত্রেঃ 


১. পূর্বে অন্য কোন সদস্য আপনার প্রশ্নটি করে থাকলে দ্বিতীয়বার একই প্রশ্ন করবেন না।

অবশ্যই প্রশ্ন হতে হবে ইউনিক। যা আগে সাইটে ছিল না।

২. একই প্রশ্ন ঘুরিয়ে ফিরিয়ে একাধিকবার করা যাবে না।

যেমনঃ "বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে ?"

এই প্রশ্নকে ঘুরিয়ে "কত সালে বাংলাদেশ স্বাধীনতা লাভ করে ?" বা "কত সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে ?"

এভাবে প্রশ্ন করে উত্তর দেওয়া যাবে না।

৩. প্রশ্নের বানান স্পষ্ট করে সুন্দরমতো সাজিয়ে-গুছিয়ে প্রশ্নটি করুন। যাতে করে এই সাইটে খুজতে আসা অন্যান্য সদস্যগণের নিকট আপনার প্রশ্নটি বোধগম্য হয়।

৪. সঠিক প্রশ্নবোধক বাক্য ব্যবহার করতে হবে।

৫. প্রশ্নের শেষে প্রশ্নবোধক চিহ্ন (?) ব্যবহার করতে হবে।

৬. প্রশ্নের বিশেষ ক্যারেক্টর বা অক্ষর ( ~!@#$%^&*()_+ )ব্যবহার করা যাবে না। তবে, প্রয়োজনে করা যেতে পারে।

৭. প্রশ্ন করার সময় অবশ্যই সঠিক বিভাবে প্রশ্নটি করতে হবে।

কোনো প্রশ্ন করলে সবচেয়ে কাছের সঠিক বিভাগ নির্বাচিত করুন। আপনি যদি উক্ত প্রশ্নটির সঠিক বিভাগে নির্বাচিত করতে অকৃতকার্য হোন, এক্ষেত্রে " ( অন্যান্য ) " বিভাগে আপনার প্রশ্নটি করুন। পরবর্তী যেকোনো সময় আমাদের যেকোনো বিশেষ সদস্য উক্ত প্রশ্নটি সঠিক বিভাগ নির্বাচিত করে দিবেন।

৮।  অপ্রয়োজনীয় প্রশ্ন করা থেকে বিরত থাকুন।


উত্তর দেওয়ার ক্ষেত্রেঃ 


১. শর্ট উত্তর বা এক শব্দে উত্তর দেওয়া যাবে না।

যেমনঃ "বাংলাদেশ কত সালে স্বাধীনতা লাভ করে ?"


উত্তর দিলেন - "১৯৭১ সালে" । এভাবে হবে না।

সঠিক উত্তর দেওয়ার নিয়ম হচ্ছে- "বাংলাদেশ ১৯৭১ সালে স্বাধীনতা লাভ করে।"

সাধারণ জ্ঞানের উত্তর গুলো এক বাক্যে উত্তর দিবেন।

এবং প্রশ্নের ধরন অনুসারে অন্যান্য উত্তরগুলো কমপক্ষে ৪/৫ বাক্যে উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে।


২. উত্তর কপি করা থেকে বিরত থাকুন। কোন উত্তর কপি না করে তা থেকে আপনি যা শিখেছেন তা নিজের মত করে সুন্দর করে সাজিয়ে উত্তর দিতে দেওয়ার চেষ্টা করুন।

৩. উত্তর দেওয়ার সময় আপনার উত্তর এর তথ্যসূত্র দেওয়ার চেষ্টা করতে হবে। এতে করে আপনার উত্তরের গ্রহণযোগ্যতা বৃদ্ধি পাবে।

৪. লেখায় সঠিক বিরাম চিহ্ন এর ব্যবহার করতে হবে।

৫.  কোনো প্রশ্নের উত্তর প্রদান করলে নির্ভুল, সুপ্রযুক্ত, মানসম্মত, যথোপযুক্ত ও তথ্যবহুল উত্তর দিতে হবে। আংশিক, অসম্পূর্ণ, যুক্তিহীন, অযৌক্তিক উত্তর প্রদান করা থেকে বিরত থাকতে হবে।

৬. আপনার যে বিষয়ে অভিজ্ঞতা নেই সে বিষয়ে উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন।

যথা-

উদাহরণস্বরুপঃ মনে করুন, আপনার ( যৌন, স্বাস্থ্য ও চিকিৎসা ) বিষয়ে কোনো দক্ষতা বা অভিজ্ঞতা নেই। সেক্ষেত্রে আপনি যৌনস্বাস্থ্য ও চিকিৎসা বিভাগের প্রশ্নের উত্তর প্রদান করা থেকে বিরত থাকুন। এই নিয়মটি অন্যান্য বিভাগেও যথাযথ পালন করুন। আপনার যে বিভাগে বা বিষয়ে দক্ষতা অভিজ্ঞতা আছে, সে বিষয়ে উত্তর প্রদান করুন। আপনি যে প্রশ্নটির পুরোপুরি উত্তর জানেন, সে প্রশ্নটিতেই উত্তর প্রদান করুন। আপনি নিজে যতটুকু জানেন/পারেন তাঁর সর্বোচ্চটুকুই জানিয়ে দেওয়ার চেষ্টা করুন।।

৭. স্বাস্থ্য ও চিকিৎসা এবং যৌন বিভাগের প্রশ্নে কোনো ঔষধের নাম সরাসরি উল্লেখ করে উত্তর প্রদান করার পূর্বে সর্তকতা অবলম্বন করুন। আপনি আগে ভাবুন এ বিষয়ে আপনার যথেষ্ঠ অভিজ্ঞ রয়েছে কিনা। কারণ- আপনার একটি ভুল পরামর্শের জন্য অপরের সমস্যা আরো দ্বিগুণ বাড়িয়ে দিতে পারে। তাই, এ বিষয়ে সব সময় সর্তকতা অবলম্বন করুন।


অন্যান্য নিয়মঃ 


১. একাধিক অ্যাকাউন্ট ব্যবহার করা যাবে না। আপনি এক অ্যাকাউন্ট থেকেই প্রশ্ন করতে পারবেন। এবং উত্তর দিতে পারবেন।

২. বরাবরের মত প্রশ্ন করলে ১ পয়েন্ট বিয়োগ (-) হবে। এবং উত্তর দিলে ৩ পয়েন্ট যোগ (+) হবে।

৩. মিস্টার আস্ক প্রশ্নগুরু হতে হলে মিনিমাম ৫০০ পয়েন্ট থাকতে হবে।

৪. সর্বোচ্চ উত্তর দাতাদের (৫০০+ পয়েন্ট) প্রতিটি মানসম্মত প্রশ্ন-উত্তর যাচাই-বাছাই করে তাকে মিস্টার আস্ক প্রশ্নগুরু নির্বাচিত করা হবে।

ধরুন -

একজন ৭০০ পয়েন্ট করলো। কিন্তু তার প্রশ্নোত্তর মানসম্মত না।

অপরদিকে আরেক জনের ৫১০ পয়েন্ট। কিন্তু তার প্রশ্নোত্তর মানসম্মত এবং মিস্টার আস্ক প্রশ্নগুরু - এর নীতিমালা অনুসরণ করেছে।

সেক্ষেত্রে আমরা ৫১০ অর্জনকারীকে বিজয়ীর তালিকায় রাখবো।


৫. উপরে দেওয়ার প্রশ্ন - উত্তর এর নিয়ম অমান্য করলে আপনার পয়েন্ট মাইনাস করা হবে অথবা অ্যাকাউন্ট নির্দিষ্ট সময়ের জন্য ব্লক করে রাখা হবে।

৬. ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো প্রশ্নোত্তর করার থেকে বিতর থাকতে হবে।

৭. আস্ক প্রশ্ন - এ প্রকাশিত প্রশ্ন, উত্তর, মন্তব্যসহ যাবতীয় সকল কার্যকলাপের সম্পূর্ণ দায়ভার আপনার নিজের উপর। কিন্তু তা প্রকাশের পর রাখা বা মুছে ফেলার ক্ষমতা প্রশাসন বোর্ডের। প্রশ্ন অ্যানসার আপনার প্রকাশিত সকল কার্যক্রমের কোন ধরনের দায়-দায়িত্ব বহন করবে না।

 

কিছু কমন প্রশ্নঃ 


সর্বোচ্চ প্রশ্নকারী না কি উত্তরকারীদের সম্মাননা দেওয়া হবে?

 

--> আপনি নিজের প্রশ্নের উত্তর নিজে দিয়ে মাস শেষে ৫০০+ পয়েন্ট করুন বা অন্যের প্রশ্নের উত্তর দিয়ে ৫০০+ করুন সেটা আপনার ইচ্ছা।

প্রতি মাসের শেষে মিস্টার প্রশ্নগুরু হিসেবে কতজন পাবেন?

--> মিস্টার আস্ক প্রশ্নগুরুর তালিকায় মাস শেষে সম্মাননা হিসেবে পাবেন মোট ৩ জন।

মিস্টার আস্ক প্রশ্নগুরুদের সম্মাননা হিসেবে কী কী থাকছে?
--> সম্মাননা হিসেবে যা যা থাকছে তা নিম্নরূপ প্রকাশিত করা হলো:

১. প্রথম মিস্টার আস্ক প্রশ্নগুরু যে হবে তাকে সম্মাননা হিসেবে দেওয়া হবে ৩০০ টাকা।

২. দ্বিতীয় স্থান যে অর্জন করবে তাকে দেওয়া হবে সম্মাননা হিসেবে ২০০ টাকা।

৩. তৃতীয় স্থান যে অর্জন করবে তাকে সম্মাননা হিসেবে দেওয়া হবে ১০০ টাকা।

সম্মাননা মোবাইল রিচার্জ বা বিকাশের মাধ্যমে নিতে পারবেন।

মিস্টার আস্ক প্রশ্নগুরুতে কারা অংশগ্রহণ করতে পারবে?

--> যেকোনো সদস্যই এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন।


# ( প্রোগ্রামিং , টিউটোরিয়াল , গ্রাফিক ডিজাইন , ইউটিউব, ফ্রিল্যান্স এবং আউটসোর্সিং, অ্যান্ড্রয়েড, বিজ্ঞান ও প্রযুক্তি) বিভাগে দেওয়া প্রশ্নের উত্তর গুলোকে আমরা গুরুত্ব বেশি দিব।

# নিজের প্রশ্নের উত্তর নিজে দেওয়ার কার্যক্রমটি পরবর্তী নোটিশ না দেওয়া পর্যন্ত চলতে থাকবে।

# প্রতিমাসের ৫ তারিখের মধ্যে নির্বাচিত সদস্যদের নাম প্রকাশ করা হবে। এবং ৭ তারিখের মধ্যে নির্বাচিত সদস্যদের সম্মাননা দেওয়া হবে।

করেছেন (239 পয়েন্ট) 4 40 56
প্রশ্ন করলে +1 পয়েন্ট দেওয়া হলে, সাইটের কার্যক্রম অবশ্যই বাড়বে।
করেছেন (61 পয়েন্ট) 2 8 11
সাম্যবাদী লেখক , আমি আপনার সাথে একমত
করেছেন (989 পয়েন্ট) 4 11 26
-1 পয়েন্ট বলে কেউ প্রশ্ন করছেনা । এটাকে পাল্টিয়ে +1 করলে ভালো হবে

1 উত্তর

0 পছন্দ 0 জনের অপছন্দ
করেছেন (132 পয়েন্ট) 1 1 8
প্রশ্নোত্তরের পয়েন্ট আরো বাড়ানো দরকার।

সম্পর্কিত প্রশ্নগুচ্ছ

28,156 টি প্রশ্ন

29,682 টি উত্তর

3,147 টি মন্তব্য

3,918 জন সদস্য



আস্ক প্রশ্ন এমন একটি প্ল্যাটফর্ম, যেখানে কমিউনিটির এই প্ল্যাটফর্মের সদস্যের মাধ্যমে আপনার প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান পেতে পারেন এবং আপনি অন্য জনের প্রশ্নের উত্তর বা সমস্যার সমাধান দিতে পারবেন। মূলত এটি বাংলা ভাষাভাষীদের জন্য একটি প্রশ্নোত্তর ভিত্তিক কমিউনিটি। বিভিন্ন প্রশ্নের উত্তর দেওয়ার পাশাপাশি অনলাইনে উন্মুক্ত তথ্যভান্ডার গড়ে তোলা আমাদের লক্ষ্য।

  1. আবু উবাইদাহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  2. Apon

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  3. সালেহ

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  4. আল-আমিন সরকার

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

  5. Adhora Akter

    50 পয়েন্ট

    0 উত্তর

    0 প্রশ্ন

শীর্ষ বিশেষ সদস্য

...