পৃথিবীর চারপাশে বায়ুমন্ডলে ভাসমান ছোট ছোট
ধূলিকণা রয়েছে। সূর্য থেকে আলো পৃথিবীতে আসার
সময় ঐ কণাগুলি দ্বারা বিচ্ছুরিত হয় এবং নীল
রঙের আলোর তরঙ্গদৈর্ঘ্য কম বলে তা সবচেয়ে
বেশি বিচ্ছুরিত হয়। যার কারনে দিনের আলোতে
আকাশকে নীল দেখায়। আর রাতের বেলা
সূর্যরশ্মির অনুপস্থিতির কারনে বিচ্ছুরন ঘটেনা
এবং আকাশ কালো দেখায়।