আমার মতে ভাল মানুষ হওয়ার জন্য যেসব গুনাবলী অবশ্যই থাকতে হবে। তার কিছু নিচে তোমার বিবেচনার জন্য পেশ করলামঃ
সেগুলো হলো:
- নিজের উপর আত্মবিশ্বাস রাখা এবং সর্বপরি মহান সৃষ্টিকর্তার উপ্র দৃঢ় বিশাও রাখা
- ।সময়ের কাজ সঠিক সময়ে, সঠিকভাবে সম্পন্ন করা ।
- সাধ্যমত অপরের প্রয়োজেনে সাহায্য শযোগিতা করা (উপকার করতে না পারলেও তার ক্ষতির চিন্তা না করা ।
- মানুষ মাত্রই লোভী । কিন্তু সেই লোভকে একান্ত প্রয়োজনের মধ্যে সীমাবদ্ধ রাখা।
- অপরকে কোন সময়ই ছোট করে না দেখা এবং মানুষের দূর্বল জায়গায় আঘাত না করা।
- নিজেকে, নিজের দেশকে ভালবাসা ।
- সর্বদা সত্য কথা বলা ।নীজ নীজ ধর্মের এবং বসবাসরত সমাজের বিধি-বিধান গুলো মেনে চলা।
- পরিবার পরিজন, আত্মীয় স্বজন ও কর্মস্থলে সহকর্মীদের জন্য সাহায্য,সহযোগীতা, সহনশীলতা ও সহমরমিতার হাত প্রসারিত করার প্রবনতা থাকা।
- ব্যক্তিগত ও পেশাগত জীবনে কথা/বারতা/আচার আচড়নের ক্ষত্রে বিশেষ কৌশলী হওয়া।
- যে কোন কাজ করার আগে হাজার বার ভেবে সিদ্ধ্বান্ত নেয়া যাতে হঠাৎ করে কিছু করে আফসোস করতে না হয়।
এই সব গুনাবলী যদি কারো মধ্যে থাকে তাহলে নিঃসন্দেহে আমরা তাকে ভাল মানুষ বলতে পারি।