AI মানে হচ্ছে Artificial intelligence বা কৃত্তিম বুদ্ধিমত্তা।
অর্থাৎ যখন কোন ম্যাশিন মানুষের মতো ভাবতে পারে, যে কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নিতে পারে, তখন তাকে কৃত্তিম বুদ্ধিমত্তা বলে। কৃত্তিম বুদ্ধিমত্তার জন্য প্রথমে অনেক বড় ডাটা সেট থেকে AI কে ট্রেইন আপ করা হয়। এরপর যখন সে রেডি হয়ে যায়, তখন যে কোন পরিস্থিতিতে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তৈরি হয় তার।