রবীন্দ্রনাথ ঠাকুর মূলত নয়টি ছদ্মনাম ব্যবহার করেছেন। এগুলো হলো- ভানুসিংহ ঠাকুর, অকপটচন্দ্র ভাস্কর, আন্নাকালী পাকড়াশী, দিকশূন্য ভট্টাচার্য, নবীনকিশোর শর্মন, ষষ্ঠীচরণ দেব শর্মা, বাণীবিনোদ বিদ্যাবিনোদ, শ্রীমতী কনিষ্ঠা, শ্রীমতী মধ্যমা। তবে আমরা সাধারণত "ভানুসিংহ ঠাকুর"নামের সাথেই বেশি পরিচিত। তাই রবীন্দ্রনাথ ঠাকুরের ছদ্মনাম বলতে আমরা ভানুসিংহ ঠাকুর ই বুঝি।