আমার বাড়ির দেয়াল প্লাস্টার করার জন্য ৪-৫ দিন কিউরিং করেছিলাম। কিন্তু এখন এই দেয়ালগুলো ১-২ বছর পরে প্লাস্টার করতে চাচ্ছি। এখন কিউরিং করা এই দেয়ালগুলো ১-২ বছর পরে প্লাস্টার করলে তখন প্লাস্টারে নোনা ধরবে?
(বাড়ির মিস্ত্রি বলছে পরবর্তীতে প্লাস্টার করলে নাকি নোনায় ধরবে)