কাউকে ভালো লাগলেই প্রপোজ করতে হয়?
আপনার ভাললাগাটা যদি ভালোবাসা না হয়ে শুধুই ভাললাগা হয়ে থাকে, তাহলে প্রপোজ করার কোন মানেই হয় না। কিন্তু ভালোলাগাটা যদি ভালবাসা হয়, তবে অবশ্যই সেটা তাকে জানানো উচিৎ। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, ভালোলাগার মানুষটা যেন দুদিন পরেই যন্ত্রনার হয়ে না যায়। নিজের মনের অবস্থা বিচার করে ডিসিশন নিন। সাম্প্রতিককালে কিংবা কিছুদিন আগে যদি আপনি কোন সম্পর্ক ব্রেক আপ করে থাকেন তাহলে নতুন কিছুতে না জড়ানোই ভালো। জনি ভাই,আপনার জন্য শুভ কামনা রইলো।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।