আমরা কি কেবল রক্তমাংস দিয়েই গঠিত? নাকি আমরা যেসমস্ত উপাদান দিয়ে তৈরি, সেগুলো ছাড়াও আরও অন্যান্য কিছু দিয়ে গঠিত? আমরা কি আজ আছি কাল নেই? নাকি আমাদের কোনো অদৃশ্য অংশ মৃত্যুর পরেও বেঁচে থাকে?
যদিও জগতের ধর্মগুলো পরকাল সম্বন্ধে এক বিভ্রান্তিকর বিশ্বাস গড়ে তুলেছে কিন্তু সেগুলোর মধ্যে অধিকাংশই একটা মৌলিক ধারণার সঙ্গে একমত: একজন ব্যক্তির মধ্যে অমর কোনো অংশ রয়েছে আর মৃত্যুর পরেও তা বেঁচে থাকে। অনেক লোক বিশ্বাস করে যে, এই “কোনো অংশ” হল আত্মা, যা একজন ব্যক্তির মৃত্যুর পরেও বেঁচে থাকে। আপনি কী বিশ্বাস করেন? আত্মা কী? একজন জীবিত ব্যক্তির মধ্যে কি আত্মা বলে কিছু রয়েছে আর মৃত্যুর পর সেটা কি দেহ থেকে বেরিয়ে যায়? যদি বেরিয়ে যায়, তা হলে সেটার কী ঘটে?