অবশ্যই সম্ভব! লাখ কেন আরও বেশি মেম্বারও পেতে পারেন!!
কিন্তু শর্তপূরণ করাটাই আসল কথা.....।
১.আকর্শনীয় গ্রুপ হতে হবে।
২.একাধিক বিষয়ে জনপ্রিয়তা!
এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ। যেমন::- আপনি যদি সবার উপকারের জন্য গ্রুপ তৈরি করেন! সেরা ব্যক্তিদের পুরষ্কৃত করেন!
তাহলে গ্রুপ মেম্বার এমনিতেই বিপুল হারে বাড়তে থাকবে।
৩.আপনার কথা আর কাজে মিল কি??
যদি মাস শেষে সেরাদের পুরষ্কৃত করেন কিংবা সবাইকে এমন কিছু দেন যা তাদের অনেক অনেক প্রয়োজনীয়।তাহলে লোকে এতে অ্যাড হতেই চাইবে!
৪.গ্রুপ কতটা পরিচ্ছন্ন?লোকেরা ভদ্রভাবে থাকে কিনা?
এর জন্য বাচাইকৃত মোডারেটর রাখতে হবে।কেউ বিশৃঙ্খলা করলে প্রথমবার সতর্ক & পরেরবার ব্যান করুন।
কম সময়ে ১ লাখ সদস্য পাওয়া মুখের কথা নয়।জনপ্রিয়,মানসম্মত পোস্ট।তার সাথে সবাইকে সদস্য অ্যাড করার জন্য অনুরোধ।যারা বিপুল পরিমানে অ্যাড করবে তাদের যথাযথ সময়ে প্রাপ্ত মজুরি দিন।
এভাবেই সম্ভব অল্পদিনে ১ লাখ গ্রুপের মালিক হওয়া!!
যার জন্য প্রচুর পরিশ্রম আর অধ্যবসায় দরকার।