১৯৭১-এর ৭ই মার্চের ভাষণে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশ শব্দটি ব্যবহার করেছিলেন । সেই অনুসারে ১৯৭১সালের ১৬ডিসেম্বর পূর্ব পাকিস্তানের নাম বাংলাদেশ দেওয়া হয়েছে । - সেই ভাষণের কিছু অংশ "আজ বাংলার মানুষ মুক্তি চায়, বাংলার মানুষ বাঁচতে চায়, বাংলার মানুষ তার অধিকার চায় । কী অন্যায় করেছিলাম? নির্বাচনের পর বাংলাদেশের মানুষ সম্পূর্ণভাবে আমাকে ও আওয়ামী লীগকে ভোট দেন" (তথ্যসূত্র: গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধান )