মোটেও এর অনুমতি নেই। মুসলমানদের জন্য এ ধরণের শব্দ ব্যবহার করা থেকে বিরত থাকা কর্তব্য। কেননা, ইসলাম অন্য ধর্মের রীতি অনুসরণ করতে কঠোরভাবে বাধা দেয়। এ সম্পর্কে কুরআন ও হাদীসের বানীও রয়েছে।
যেমন ধরুন ইসলামের মধ্যে আশুরার দুটি নফল রোযা রয়েছে। ইহুদীরা আশুরার উপলক্ষ্যে একটি রোযা রাখে। একারণে ইসলাম আমাদেরকে তাদের থেকে অসমঞ্জস্য বজায় রাখার জন্য দু'টো রোযা আদায়ের কথা বলে।
প্রথমাংশ বাক্যদ্বয়ের
তথ্যসূত্র :
(রহীমিয়াহ-৬/২৫৬(