সাইটের বাইরে যে অপটিমাইজ করা হয় তা হচ্ছে Off Page Optimization।
হয়তো আপনার মনে প্রশ্ন জাগতে পারে, সাইটের বাইরের Optimiz বা SEO আবার কি?
এটি হচ্ছে বিভিন্ন সোস্যাল সাইটে পোষ্টে আপনার সাইটের লিংক দেওয়া, অন্য সাইটে বা ব্লগে পোষ্ট করে পোষ্টের নিচে বা কমেন্টে আপনার সাইটের লিংক দেওয়া…. ইত্যাদি থেকে আপনার সাইটে ভিজিটর পাওয়াই হচ্ছে Off Page Optimization।
নিচের উদাহরণটি ফলো করুন.…
মনে করেন, আপনার ফেইসবুক, গুগল+ কিংবা টুইটার অ্যাকাউন্ট আছে। এখন, আপনি যদি সেই social সাইটগুলোতে পোষ্টের মাধ্যমে আপনার সাইট সেয়ার করেন, তাহলে অবশ্যই সাইটে ভিজিটর পাবেন।
যেমন- ধরুন, আপনার ফেসবুক গ্রুপ বা ফ্যান পেজ আছে। এখন, আপনি যদি গ্রুপ বা ফ্যান পেজে আপনার সাইটের একটি পোষ্টের কিছু অংশ দিয়ে লিখলেন- “বিস্তারিত জানতে এই লিংকে যান “, তখন অনেকেই পোষ্টি পড়ার জন্য আপনার দেয়া ঐ লিংকে ভিজিট করবে। এতে আপনি ভিজিটর পাবেন।
আপনি পেজ বা গ্রুপ থেকে যে ভিজিটর পাচ্ছেন তা কিন্তু কোন সার্চ ইঞ্জিন দিচ্ছে না। বরং আপনি নিজে পোষ্ট সেয়ারের (ব্যাকলিংকের) মাধ্যমে যে ভিজিটর পাচ্ছেন সেটাই হচ্ছে অফ পেজ অপটিমাইজেশন।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।