SEO এর মূল বিষয়বস্তু হচ্ছে প্রথমে সাইটের ভেতরের কাজ (On Page optimization) করতে হবে এবং দ্বিতীয়ত সাইটকে বিভিন্ন Search Engine এর সার্চ রেজাল্টে প্রদর্শন করা, যা অফ পেজ অপটিমাইজেশন এর কাজ। SEO এর 75% কাজই অফ পেজ অপটিমাইজেশনে করতে হয়। অফ পেজ অপটিমাইজেশন অনেকটা প্রচার বা Publicity এর মতো। যত প্রচার করতে পারবেন, তত ব্যাকলিংক ছড়িয়া পড়বে। এতে, আপনার সাইটের জন্য ভালো ইফেক্টিভ হবে। সার্চ ইঞ্জিন আপনার সাইট ক্রাউলের সময় সার্চ রেজাল্টে কতটুকু গুরুত্ত দিবে তা অফ পেজ অপটিমাইজেশন বা ব্যাকলিংকের উপর নির্ভর করবে। অফ পেজ অপটিমাইজেশন এর মাধ্যমে কোন সাইট এর পেজ র্যাঙ্ক বাড়ায়, সাইটের রেপুটেশন বাড়ায় এবং প্রচুর ভিজিটর পাওয়া….. ইত্যাদি।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।