ওয়েবসাইটের XML sitemaps তৈরি করা এসইওতে (SEO) অত্যন্ত গুরুত্বপুর্ণ একটি বিষয়।
মনে করেন, আপনি চট্রগ্রামে এই প্রথম এসেছেন।
আপনি চট্রগ্রাম শহরের গুরতে বের হবেন। এখন এই শরের কোথায় আপনার মনের মতো সুন্দর জায়গা আছে বা কোথায় গেলে ভালো হবে তা আপনি জানেন না। যদি আপনার হাতে চট্রগ্রাম শহরের একটি ম্যাপ থাকে, তাহলে ম্যাপ দিয়ে আপনি দেখতে পারবেন চট্রগ্রাম শহরের কোথায় আপনার মনের মতো সুন্দর জায়গা আছে বা কোথায় গেলে ভালো হবে। এতে করে, আপনি খুব সহজেই যেকোন স্থানে ভ্রমণ করতে পারবেন। ম্যাপ থাকার কারণেই, আপনি চট্রগ্রামের কোথায় কি কি আছে সেটি দেখতে পারলেন। ঠিক তেমনি ওয়েবসাইটের XML sitemaps সার্চ ইঞ্জিনকে দেখিয়ে দেয় সাইটের কথায় কি আছে।
আর এই কাজটি করে রোবট বা ক্রলার। যখন সার্চ ইঞ্জিনের রোবট বা ক্রলার আপনার সাইটি ইনডেক্স করবে, তখন সার্চ ইঞ্জিন আপনার সাইটের কোথায়-কোন বিষয়বস্তু (পোস্ট, ইমেজ, ত্যাগ বা ক্যাটাগরি ইত্যাদি) আছে তা সহজে খুজে পাবে। তাই বলা, সাইটম্যাপ তৈরি করা জরুরী।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।