SEO এর পুরো নাম হচ্ছে Search Engine Optimization. এটি এমন একটি পদ্ধতি যার মাধ্যমে একটি ওয়েবসাইট বা ওয়েব পেজকে সার্চ ইঞ্জিন ব্যবহারকারীদের সার্চ কী ওয়ার্ড এর উপর ভিত্তি করে ফলাফলের তালিকায় প্রথম দেখানোর চেষ্টা করা হয় এটি কোনো একক কাজ নয়, এটি বিভিন্ন ধরনের কাজের সাথে সম্পৃক্ত একটি পদ্ধতি। এর উদ্দেশ্য গুলো। যথা:
১। SEO এর মাধ্যমে সাইটকে সকলের কাছে সহজে পৌছে দেওয়া।
২। ওয়েব সাইটের জনপ্রিয়তা বৃদ্ধি করা।
৩। অনলাইনে আয় করার প্লাটফর্ম হিসাবে Use করা।
৪। সাইটের ভিজিটর বৃদ্ধি করা।
৫। তথ্য বিনিময় সাহায্য করা।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।