Crawler – Crawler হচ্ছে একটা সফটওয়্যার প্রোগ্রাম, যা রোবট বা বোট এর মাধ্যমে নির্দিষ্ট তথ্য সংগ্রহ করে বের করতে বাধ্য হয়। এখানে Search Engine or SE যেকোন লিংকে অনুসরণ করে। তারপর তথ্য সংগ্রহ করে এবং ডাটাবেসে সেই তথ্য সংগ্রহ করে রাখে। আপনি যখন গুগল বা অন্য কোন ষেআ কোন কিছু খুঁজতে, যে সার্চ বারে শব্দ বা কিওয়ার্ড লিখেন তা হচ্ছে গুগল ওয়েব সার্চ ইনডেক্স। তারপর যখনই সার্চ বাটনে ক্লিল করেন, তখনই শুরু হয়ে যায় ক্রাউলের কাজ।
উপরের স্ক্রিনশুট টি লষ্ক্য করলে দেখবেন, আমি গুগল সার্চ ওয়েব ইন্ডেক্সে “Shopping online in Bangladesh” লিখে সার্চ করায় ক্রাউলার আমাকে ২ কোটি ১২ লক্ষ পেজ প্রদর্শন করেছে। যা ক্রাউলের কাজ। এই সার্চ রেজাল্ট থেকে সর্বচ্চো ৫০ টা ওয়েবসাইট ভিজিটর পাবে।
এখন, নিশ্চয় Competition টা বুঝতে পারেলেন!
এই ক্রাউল রেজাল্টে র্যাঙ্কিং পাওয়ার জন্যই যত লড়াই করতে হবে আপনাকে। ক্রাউল এতগুলো সার্চ রেজাল্ট থেকে ভিজিটর বিশ্বাসযোগ্য ওয়েব সাইট কিভাবে খুজে বের করবে?
যেগুলো করবে গুগল এসইও র্যাঙ্কিং Factor। গুগল র্যাঙ্কিং Factor ২০০+। এর ভিতরে প্রাথমিক বিষয়গুলো হলো – Title, Content, Meta Tag, Meta Description, URL structure etc.
Algorithm – Algorithm এর কাজ হলো ক্রাউল বা বট যে তথ্যগুলা ডাটাবেসে সংগ্রহ করে রেখেছে, সেই তথ্যগুলোকে কনটেন্টের Relavancy, Authenticity এবং Quality উপর নির্ভর করে সার্চ রেজাল্টে র্যাঙ্ক দেওয়া হয়।
তবে, সার্চ রেজাল্টের প্রথমে পেজে কোন ওয়েবসাইট র্যাঙ্ক করবে, তা দুটি বিষয়ের উপর নির্ভর করে।
Md. Mizan প্রশ্ন ডট কম এর প্রতিষ্ঠাতা। মানুষের সমস্যা সমাধানের উদ্দেশ্যেকে লক্ষ্য করেই ২০১৭ সালে প্রশ্ন অ্যানসারস প্রতিষ্ঠা করেন। বর্তমানে তিনি একজন ডিপ্লোমা কম্পিউটার ইন ইঞ্জিনিয়ারিংয়ে অধ্যয়নরত আছেন।