আরবী ব্যাকরণ অনুযায়ী 'আমীন' শব্দের পূর্বে 'আল্লাহুম্মা' শব্দ উহ্য আছে। যার অর্থ দাড়ায়- হে আল্লাহ! আমার প্রার্থনা কবুল করুন!
আ ক ম আজাদ আস্ক প্রশ্ন ডটকমের সাথে আছেন সমন্বয়ক হিসাবে। বর্তমানে তিনি একজন শিক্ষক। আস্ক প্রশ্ন ডটকমকে বাছাই করে নিয়েছেন জ্ঞান আহরণ ও জ্ঞান বিতরণের মাধ্যম হিসাবে। ভবিষ্যতে একজন বক্তা ও লেখক হওয়ার লক্ষ্যে এগিয়ে যাচ্ছেন। এই আশা পূর্ণতা পেতে সকলের নিকট দু'আপার্থী।