ইসলাম একটি আরবি শব্দ। ইসলাম শব্দের আভিধানিক অর্থ অনুগত হওয়া, নিজেকে সঁপে দেয়া, আত্মসমর্পণ করা।
ইসলাম মানে আল্লাহর কাছে পরিপূর্ণ আত্মসমর্পণ,নিজেকে সঁপে দেয়া এবং পরিপূর্ণ তাওহীদের স্বীকৃতি দেয়া, সকল প্রকার শিরক ও অবাধ্যতা থেকে দূরে থাকা।
ইসলামিক পরিভাষায় ইসলাম হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আসা ঐ দ্বীনের নাম,যা মুহাম্মদ (সাঃ) এর মাধ্যমে পরিপূর্ণতা লাভ করেছে।
সূত্র: আদ দুরার আস সানিয়্যাহ ১ম খণ্ড:১২৯ পৃষ্টা।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।