রূপকের সাহায্যে জিজ্ঞাসার আকারে কোনো একটি সূক্ষ্ম বুদ্ধি ও চিন্তার অনুশীলনের মাধ্যমে ধাঁধায় রূপায়িত হয়েছে। লোকসাহিত্যের অন্যতম প্রাচীন শাখা ধাঁধা। অল্প কয়টি কথায় কবিতার আকারে কাউকে প্রশ্ন করলে ধাঁধা হিসেবে বিবেচিত হয়।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।