যে তন্ময় কাব্য বস্তুবিধান ঘটনাবিন্যাসের প্রকাশক,যাতে যুদ্ধসজ্জার তূর্যনিনাদ কাঙ্কারিত হয়,যা ধীর গম্ভীর প্রশস্ত সমুন্নত এবং ভাষার ওজোগুণে তেজস্বী ও গাম্ভীর্যব্যঞ্জক তাকে মহাকাব্য বলে।
কামরুল হাসান ফরহাদ, সমন্বয়ক হিসেবে অন্তর্ভুক্ত আছেন আস্ক প্রশ্ন ডট কমের সাথে। নিজের সমস্যার সমাধানের পন্থা নিজেই খুঁজে বের করে সামনের দিকে এগিয়ে যেতে ভালোবাসেন। প্রশ্ন অ্যানসারকে ভালোবেসে নিয়েছেন নিজে জানার ও অপরকে জানানোর জন্য।