কামনা বাসনা যাই বলি না কেন সবকিছুর উৎস হচ্ছে মন।।
এই সমস্যা থেকে মুক্তি পেতে হলে আপনাকে নিজের মনের উপর নিয়ন্ত্রণ আনতে হবে।।
সার্বক্ষণিক উল্ঠা পাল্ঠা চিন্তা তখনই মাথার ঘুরপাক খাবে ঘখন আপনি অবসর থাকবেন, তাই প্রতিনিয়ত ব্যস্ত থাকার চেষ্টা করুন।।
পড়াশুনা বা অন্য যে পেশাতেই থাকেন না কেন সেই কাজে মন দিন,
ক্যারিয়ার গড়তে চেষ্টায় থাকুন।।
মন সব সময় পবিত্র রাখুন,খারাপ কাজ সঙ্গ থেকে বিরত থাকুন।।
এই রকম মনোভাবের ফলে আপনি যে কোন অসৎ বা অপরাধ মূলক কাজে লিপ্ত হয়ে যেতে পারেন,
তাই আপনি যদি বিবাহের যোগ্য হয়ে থাকেন তবে পরিবারের সম্মতিতে বিবাহে করে নিতে পারেন।।